মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:২৮ পূর্বাহ্ন
সাহিদ ইসলামঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ঝড়-বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত ১৭০০ কৃষকের মাঝে বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর বিনামূল্যে সার-বীজ প্রদান করেছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা -০৪ দেবিদ্বারের মাননীয় সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের অনুপুস্থিতিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,জেলা পরিষদের সদস্য এবং মহিলা আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সভানেত্রী শীরিন শাফি।
প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, গত কিছুদিন পুর্বে লাগাতার ঝড়-বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত উপজেলার ১৭০০ প্রান্তিক কৃষকের মাঝে এই প্রনোদনা তুলে দেওয়া হল যা পর্যায়ক্রমে আরেরা দেওয়া হবে। আমাদের আওয়ামিলীগ সরকার কৃষক বান্ধব সরকার,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রতিটি পেশার মানুষের কষ্ট অনুভব করেন। আমাদের কৃষক বাচলে দেশ বাচবে এই নিতিকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছে আওয়ামিলীগ সরকার।
সভাপতির বক্তব্য প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান বলেন, এই সার-বীজ প্রদানের মুল লক্ষ্য হল,ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নতুন উদ্যমে আবার চাষাবাদে আগ্রহী করে তোলা। আর নতুন করে চাষাবাদ মানেই দেশে খাদ্য ঘাটতি পুরনে সহায়তা, আমাদের সরকার সেই চিন্তাধারাকে মাথায় নিয়েই কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ উপজেলা সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ’র প্রভাষক মো. সাইফুল ইসলাম শামিম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, সেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা সদস্য সাদ্দাম হোসেন, শ্রমিক লীগ নেতা কাজী সুমন প্রমূখ।
পরে কৃষকদের মাঝে,হাইব্রিড ধান,বোরো,গম,পেয়াজ, টমেটো, সরিষা বীজ এবং প্রয়োজনীয় সার সমেত বিতরণ করা হয়।
Leave a Reply