মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:২২ পূর্বাহ্ন
সহিদ ইসলাম
কুমিল্লা জেলার দেবিদ্বারর উপজেলার ধামতী গ্রামের একটি ধান ক্ষেত থেকে (খওগ্যার পাড়) ওসমানের বাড়ীর মোঃ সেলিমের পুত্র মোঃ হাসান (১৮) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার সকাল ৯ টায় স্থানীয়রা মরদেহটি উপুর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে দেবিদ্বারর থানায় নিেেয় আসে। মৃত হাসান ঢাকার একটি হোটেলে কাজ করত,তার মামার বাড়ী রাধানগরের এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে গত দুদিন আগে বাড়িতে আসে। গতকাল রাধানগরের বন্ধু মামুনসহ আরো কয়েকজন মিলে বাড়ির পাশে একেটি ওয়াজ মাহফিলে গেলে আর বাড়িতে ফিরে না আসলে সকালে খোজাখুজির পর এলাকার মানুষের মুখে শুনতে পেয়ে ধান ক্ষেতে গিয়ে নিজে ভাতিজাকে সনাক্ত করেন তার বড় চাচা শাহ আলম সহ পরিবারের অন্য সদস্যরা। ১টি বড় বোন (বিবাহিত) ও ৩ ভাইয়ের মধ্যে হাসান সবার বড়, তার বাবা মোঃ সেলিম ঢাকার একটি ওয়াশিং প্লান্টে কাজ করে। হাসানের পিতা মোঃ সেলিম মিয়া বলেন, আমার ছেলে বিড়ি সিগারেট জাতীয় কিছু সেবন করতে দেখি নাই,তবে বন্ধু বান্ধবের পাল্লায় পরে কিছু করলে আমি তা বলতে পারব না। আর এমনিতে তার কোন মানষিক সমস্যা না থাকলেও সে একটু সহজ-সরলর টাইপের ছিল,ঢাকায় হোটেলে কাজ করে যা পেত টাকা পয়সা আমার হাতেই তুলে দিত। আমি আমার বড় সন্তানকে হারিয়ে দিশেহারা,তবে আইন শৃংখলা বাহিনির কাছে আবেদন আমার সন্তানের মৃত্যুর কি কারন তা খুজে বের করে যথাযথ ব্যাবস্থা যেন নেয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার বলেন খবর পেয়ে আমি সহ আমার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উøদ্ধর করে নিয়ে এসছি, লাশের শরিরে কোন জখমের দাগ পাইনি তবে নাকে মুখে রক্ত ঝড়ার দাগ ছিল এবং পাশেই একটি একটি স্প্রীডের খালি বোতল পাওয়া গেছে। তার মা এবং এলাকাবাসী সুত্রে জানতে পারলাম তার একটু মানষিক সমস্য ছিল তবে সব কিছই পরিস্কার বলা যাবে পোষ্ট মার্টেম রিপোর্ট আসার পর। থানায় অপমৃত্যু মামলা হবে এবং লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হচ্ছে।
Leave a Reply