মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন
সাহিদ ইসলাম
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামিলীগ। গত বছর ৯ ডিসেম্বর চান্দিনা মহিলা কলেজ মাঠে সম্মেলনের মাধ্যমে ম. রুহুল আমীনকে সভাপতি এবং আলহাজ্ব রোশন আলী মাস্টারকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হলেও নানা জটিলতার কারনে পুর্নাঙ্গ কমিটি অনুমোদন আটকে যায়। গতকাল মঙ্গলবারর রাতে এক বছর পর ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য তালিকা আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক স্বাক্ষরিত হয়ে আলোর মুখ দেখল। কুমিল্লা জেলার উত্তরাঞ্চলের ৭ টি উপজেলা (দেবিদ্বার.মুরাদনগর,হোমনা,তিতাস,মেঘনা,দাউদকান্দী ও চান্দিন) কে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কুমিল্লা উঃ জেলা কমিটি। বর্তমানে এই উত্তর জেলার একমাত্র চান্দিনা উপজেলা কমিটি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মরহুম অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ অনুমোদন করলেও এখন পর্যন্ত হয়নি পুর্নাঙ্গ কমিটি। এ ছাড়া বাকি ৬ টি উপজেলার সবকটিরই মেয়াদোত্তির্ন কমিটি ,যার বেশীরভাগ সদস্য মৃত কিংবা নিস্ক্রিয়। এর মধ্যে কোনটির বয়স ৩০ বছর পার হয়েছে,লেজে গোবরে অবস্থায় উপজেলা গুলিতে নেই কোন চেইন অব কমান্ড। এখন দেখার বিষয়,এমতবস্থায় নতুন জেলা কমিটি কতটা গুছাতে পারবে দলকে তা সময়ই বলে দেবে। তবে তৃনমুলল আওয়মীলীগ নেতা-কর্মীরা একটি নতুন আলোর ঝলক দেখতে পাচ্ছে এটা বলার বাকি থাকে না। এ বিষয়ে কুমিল্লা (উঃ) জেলা কমিটির সদ্য নিয়োগ প্রাপ্ত সভাপতি মোঃ রুহুল আমীন সাহেব জানান, এবারের কমিটিতে সাবাই যোগ্য এবং বাংলাদেশ আওয়য়াামীলীগের পরিক্ষিত সৈনিক,আমি সাধারণ সম্পপাদকের সাথে আলোচনা করে সবারর মতামত এবং পরামর্শে কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন খুব শীগ্রই ইউপি নির্বাচন আসন্ন ,এমতাবস্থায় আমাদের প্রধান চ্যালেঞ্জ হল দলকে সু-শৃংখল আর গুছিয়ে কাংখিত সুফল ঘরে তোলা। সিনিয়র সহ-সভাপতি সাবেক সচিব,মন্ত্রী ও সংসদ সদস্য এবিএম গেলাম মোস্তফা বলেন. সর্বকালের সর্ব শ্রেষ্ঠ সন্তান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ররহমানের আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগে তৃনমুল আওয়ামীলীগে শৃংখলা ফিরিয়ে আনতে হবে, তাই আমাদের প্রধান লক্ষই হবে প্রতিটি উপজেলা কমিটিকে নবীন-প্রবীনের সম্বয়ে গুছিয়ে শক্তিশালী করা। সদ্য নিয়োগ প্রাপ্ত সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী,মেয়াদোত্তির্র্ন সকল কমিটিকে তৃনমুলের যোগ্য নবীন-প্রবীন নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন করে ঢেলে সাজানো হবে। কিছু ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিতে ত্যাগি,পরিক্ষিত নেতাকর্মিদের বঞ্চিত করে জমাত-বিএনপি ঘরনার লোকদের আনা হয়েছে বলে অভিযোগ আছে,আমারা তা যাচাই বাছাই করে বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলাকে আগাছামুক্ত এবং বঙ্গবন্ধুর আদর্শ আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাংখিত দুর্নিতি-স্বজনপ্রীতির বাইরে স্বচ্ছ শক্তিশালী ঘাটি হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী, সচিব ও সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা (দেবিদ্বার)এবং যথাক্রমে অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত(চান্দিনা),এডভোকেট নিজামুল হক(দেবিদ্বার),সাংবাদিক শাহজাহান(দাউদকান্দি), অধ্যাপক আব্দুল মান্নান জয়(দাউদকান্দি),আলহাজ্ব আব্দুল মতিন মুন্সি (দেবিদ্বার),বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার (মুরাদনগর),শেখ আব্দুল আউয়াল (দেবিদ্বার),বশিরুল আলম মিয়াজি (দাউদকান্দি),বীর মুক্তিযোদ্ধা নাঈমুল হোসেন(মুরাদনগর),আবু নাসের (মুরাদনগর), যুগ্ন-সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব ঘোষ (দাউদকান্দি),মোঃ শহিদুল্লাহ (চান্দিনা),গোলাম ফারুক রানা (মুরাদনগর) আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ তমাল (মুরাদনগর),কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী (দেবিদ্বার),তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ (দাউদকান্দি),ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাজেদা আক্তার মায়া (দেবিদ্বার),দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজিব (মুরাদনগর),ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন(দাউদকান্দি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ সরকার (তিতাস),বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম(মেঘনা), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাঈম হাসান(দাউদকান্দি),মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভিন(তিতাস),মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তাপস বকশী(চান্দিনা),যুব ও ক্রীড়া সম্পাদক একেএম শফিকুল আলম কামাল(দেবিদ্বার),শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার (দেবিদ্বার),শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (দেবিদ্বার),শ্রম সম্পাদক খন্দকার জহির(মেঘনা),সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার(দাউদকান্দি),স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার (মুরাদনগর),সাংগঠনিক সম্পাদক ১.মোঃ হুমায়ুন কবির (দেবিদ্বার), ২.মোঃ আবুল কালাম আজাদ (দেবিদ্বার), ৩.নাছির উদ্দিন শিশির (মেঘনা),উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন (দেবিদ্বার), উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়ছার সরকার (মুরাদনগর), কোষাধ্যক্ষ নাঈম ইউসুফ হোসেন(দাউদকান্দি) কার্যকরী কমিটির সদস্য। অন্যদিকে কার্যকরী কমিটির সদস্য হলেন ১. অধ্যাপক মোঃ আলী আশ্রাফ এমপি ২. মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি ৩. ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি ৪.সেলিমা আহমেদ মেরি এমপি ৫.রাজি মোহাম্মদ ফখরুল এমপি ৬.আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ৭.আলহাজ্ব হারুন আল রশিদ ৮.অধ্যাপক আব্দুল মজিদ ৯.মেঃ অবঃ মোহাম্মদ আলী সুমন ১০.সৈয়দ আব্দুল কায়ুম খসরু ১১. বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ১২.এডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) ১৩.আফজালুল নেছা বাসেত ১৪. তোফাজ্জল হোসেন ১৫. শফিকুল আলম ১৬.মোস্তাকিম আশরাফ টিটু ১৭. মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ১৮. বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ১৯. আব্দুল আলীম ২০. মোঃ মজিবুর রহমান ২১.মোঃ শহিদুল্লাহ ২২. কালীপদ মজুমদার ২৩.শেখ ফরিদ ২৪. রফিকুল ইসলাম ২৫.জাকির নেওয়াজ সোহেল ২৬.নাজনীন আক্তার ২৭. একেএম সিদ্দিকুর রহমান আবুল ২৮. হাজী নাছির উদ্দিন ২৯. মোহাম্মদ আলমগীর কবীর ৩০.মোঃ জাকির হোসেন ভিপি ৩১. গোলাম সরোয়ার সরকার ৩২. মোঃ তানভীর আহমদ ৩৩. মহিউদ্দিন খন্দকার ৩৪. কাজী গোলাম দস্তগীর পাপন ৩৫. জাকির হোসেন আজাদ ৩৬. রাকিবুল বাশার রনি। উপদেষ্টা মণ্ডলী’র সদস্যরা হলেন ১. এএফএম ফখরুল ইসলাম মুন্সী ২. এবিএম গোলাম মোস্তফা ৩. প্রিন্সিপাল মোঃ শাহ আলম ৪. মোঃ ওহিদুজ্জামান খন্দকার ৫.দেওয়ান জহিরুল হক ৬.বিচারপতি এল ফারুক ৭. আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান ৮. ওশিনি কুমার দেবনাথ ৯. আব্দুল গফুর ডিলার ১০. মোঃ জালাল উদ্দিন ১১. এডভোকেট মোবারক হোসেন ১২.মোঃ জাহাঙ্গীর আলম ১৩.মোঃ শাহজাহান ১৪. মোঃ মমিন সরকার ১৫. খালেকুজ্জামান ১৬.রাজা মিয়া সওদাগর ১৭. গোলাম মোস্তফা সরকার ১৮. সহিদ উল্লাহ ১৯. শামীম আহম্মেদ ২০. হোসেন জাহাঙ্গীর ২১. আব্দুল করিম সরকার।
Leave a Reply