রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:০৭ অপরাহ্ন
সাহিদ ইসলামঃ
রবিবার বিকালে আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী তালিকা নিয়ে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ নেতাদের সিনিয়রর সহ-সভাপতিরর গুলশানস্থ বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী,সচিব এবং সংসদ সদস্য বর্তমান কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সিনিয়রর সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা , কুমিল্লা -০৪ দেবিদ্বার আসনের মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার সহ উত্তর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং দেবিদ্বার উপজেলা পরিষদের সম্ভাব্য উপনির্বাচনের ৭ চেয়ারম্যান প্রার্থী।
এ সময় সর্বসম্মতিক্রমে ৯ জন সম্ভাব্য প্রার্থী’র একটি তালিকা করা হয় এবং এই ৯ জন প্রার্থীর নাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে প্রেরন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় নাম আছে যথাক্রমে- কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম (ভিপি) কামাল, সাবেক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ,যুবলীগের সভাপতি,থানা আওয়ামীলীগ সদস্য আনোয়ার হোসেন (খোকন), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেন্দ্রিয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, প্রবাসী আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান, সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান পুত্র ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ পারভেজ, দেবিদ্বার উপজেলা শ্রমীকলীগ সাধারণ সম্পাদক কাউসার হায়দার।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ২রা ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমা , ৪ঠা ফেব্রুয়ারী বাছাই এবং ২৮ শে ফেব্রুয়ারী দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচন হওয়ার কথা রয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২রা ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিরখের আগেই তাদের মধ্য হতে একজনকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড নৌকা প্রতিক নিয়ে দেবিদ্বার উপজেলা পরিষদের শুন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম ঘোষনা করবে।
Leave a Reply